রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু


প্রকাশিত:
৪ মে ২০২০ ০০:০৯

আপডেট:
৪ মে ২০২০ ০০:২৯

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহীতে আইসোলেশনে থাকা এক নারী (৩৮) মারা গেছেন। শনিবার বিকেলে রাজশাহীর করোনা ইউনিট মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই নারী। রোববার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

ওই নারী পাবনার ঈশ্বরদীর বাবুপাড়া এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই তিনি জ্বর-কাশি ও গলাব্যথায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়।

পরে জরুরি বিভাগ থেকে তাকে মিশন হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা সন্দেহভাজন ওই নারী শুক্রবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন।

শনিবার দুপুরে তাকে রাজশাহীতে নিয়ে আসা হয়। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাইফুল ফেরদৌস আরও জানান, ওই নারী করোনা আক্রান্ত ছিলেন কি না তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রামেকের ল্যাবে নমুনা পরীক্ষার পরই বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।

 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top