রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে নরসুন্দরদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ


প্রকাশিত:
১৬ মে ২০২০ ০২:৫৫

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২২:২৩

প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

করোনা ভাইরাসের পরিস্থিতিতে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বন্ধ রয়েছে সবকিছু। দোকান, হাট, বাজার বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। সে সব মানুষের পাশে শুরু থেকে সাহায্য সহযোগিতা করে চলেছেন জেলা প্রশাসনসহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান।

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করা হচ্ছে। এরই প্রেক্ষিতে শুক্রবার (১৫ মে) দুপুর ১২ টায় পৌর এলাকার জেলা স্টেডিয়ামে ৫০ জন নরসুন্দর বা নাপিত এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল, ডাল, তেল, আলু, লবণ তুলে দেয়া হয়েছে।এসব সামগ্রী তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।

এ সময় তিনি বলেন, যারা মানুষকে পরিপাটি হতে সাহায্য করে তাদের মধ্য হতে ৫০ জন নরসুন্দর যারা বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বাস করেন তাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার তুলে দেয়া হলো। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আবারো বরাদ্দকৃত প্রাপ্ত প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হবে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top