রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

নগরীতে করোনা শনাক্ত আরও চারজন


প্রকাশিত:
২১ মে ২০২০ ১৮:৫৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৩৩

ছবি: প্রতীকী

রাজশাহী নগরীতে একদিনে আরো চারজন করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাজশাহী দুটি ল্যাবে এই চার রোগীকে শনাক্ত করা হয়। এর আগে একজন রোগী ছিল। ফলে নগরীতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

এছাড়াও গতকাল একদিনে রাজশাহী জেলায় করোনা আক্রান্ত রোগী ৮ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৩১ জন।

তবে আজ জেলা সিভিল সার্জন অফিস থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়েছে ২৫ জন। রাজশাহী হাসপাতালের ল্যাবে করোনা শনাক্ত হওয়া অন্য ৬ জনের তথ্য জেলা সিভিল সার্জনের কাছে নাই বলে দাবি করেছে একাধিক সূত্র।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top