রাজশাহী বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২

রাজশাহীতে করোনা আক্রান্তে প্রাণ গেলো এস আইয়ের


প্রকাশিত:
২৩ মে ২০২০ ১৩:৩৩

আপডেট:
১৫ মে ২০২৫ ১৬:০১

সংগৃহীত

করোনা আক্রান্তে রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন মোশাররফ হোসেন (৫৭) নামের পুলিশের এক এস আইয়ের মুত্যু হয়েছে।

তিনি নওগাঁয় কর্মরত ছিলেন। মোশাররফ রাজশাহী নগরীর চন্ডিপুর এলাকায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি পাবনা বলে জানা গেছে।  

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস মোহাম্মদ খায়রুল আতাতুর্ক করোনায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের এসআই মোশারফ খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।

ভর্তির সময় তিনি জানিয়েছিলেন, পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তির পর রাত এগারোটা দিকে মোশারফ মারা যান।

ডা. সাইফুল ফেরদৌস আরো জানান, পুলিশের এসআই মোশাররফের করোনা শনাক্তে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ সিভিল সার্জন।

তবে তার মরদেহ দাফন কাফনের ব্যাপারে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান গত ১৮ মে থেকে এসআই মোশাররফ ছুটিতে ছিলেন। তিনি নওগাঁ রেঞ্জ রিচার্ভ ফোর্স-(আর আর এফ) শাখায় ছিলেন। তবে প্রেষণে তিনি নওগাঁ কর্মরত ছিলেন।

 

 

আরপি/ এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top