রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

গোদাগাড়ীতে ঢাকা ফেরত গার্মেন্টস কর্মীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


প্রকাশিত:
৮ জুন ২০২০ ২০:১৮

আপডেট:
৮ জুন ২০২০ ২০:২০

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আঁখি খাতুন (১৮) নামের এক গার্মেন্টস কর্মী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন। সে গোদাগাড়ী পৌর এলাকা বারুইপাড়া গ্রামের গোলাম মুর্ত্তেজা লাড়ুর মেয়ে। সোমবার সকাল সাড়ে দশটার দিকে পরিবারের উপর অভিমান করে নিজ ঘরে গলা ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে নিশ্চিত করেছেন মডেল থানার ওসি।

স্থানীয় সূত্রে জানা যায় সে গত ছয় মাস আগে ঢাকায় গার্মেন্টসে কাজ করতে রায় মেয়েটি এবং গত ৫ দিন আগে সে বাড়ি আসে। এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, পারিবারিক বিষয়াদি নিয়ে তাদের মধ্যে কলহ চলছিলো। সোমবার সকাল সাড়ে দশটার দিকে আঁখি পরিবারের উপর অভিমান করে সবার অজান্তে নিজঘরে গলা ফাঁস দিয়ে আত্নহত্যার চেষ্টা করে।

পরে পরিবারের লোকজন জানতে পেরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করছি। ওই ঘটনায় থানায় একটি অপমুত্যৃ মামলাও হতে পারে।



আপনার মূল্যবান মতামত দিন:

Top