রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে করোনা জয় করে কর্মস্থলে নারী পুলিশ


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ২০:৩৭

আপডেট:
১৪ জুন ২০২০ ২০:৩৯

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস জয় করে কর্মস্থলে ফিরেছেন রাজশাহীতে আক্রান্ত নারী কনস্টেবল রীমা খাতুন। আজ  রোববার (১৪ জুন) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। পরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান  রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ (বিপিএম, পিপিএম)।

অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম বলেন, প্রাণঘাতি করোনাভাইরাস প্রতিরোধ যুদ্ধে সম্মুখ লাইনের যোদ্ধা হিসেবে নিরন্তর কাজ করে চলেছে বাংলাদেশ পুলিশ। গত ২৭ মে রাজশাহী জেলা পুলিশ লাইন্সের এসএএফ শাখায় কর্মরত নারী কনস্টেবল রীমা খাতুনের করোনা পজিটিভ শনাক্ত হয়। পরবর্তীতে পরপর দুইবার নমুনা টেস্টে নেগেটিভ আসে।

রোববার সকালে সুস্থ হিসেবে রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়। এ সময় তাকে পুলিশ হাসপাতালেও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

ইফতেখায়ের আলম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে করোনা জয়ী রীমাকে ফুল দিয়ে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে অভিন্দন জানান রাজশাহীর পুলিশ সুপার মো: শহিদুল্লাহ। এ সময় দৃঢ় মনোবল নিয়ে সবসময় সাধারণ জনগনের পাশে আছে রাজশাহী জেলা পুলিশ জানান তিনি। জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

 

আরপি/এমএএইচ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top