রাজশাহী সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রামেকে করোনায় আরো একজনের প্রাণহানি


প্রকাশিত:
১৭ জুলাই ২০২০ ১৮:২৭

আপডেট:
১৭ জুলাই ২০২০ ১৮:৩৪

ছবি: প্রতীকী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আবদুল কুদ্দুস শাহ চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান। এটি নিশ্চত করেছেন মৃতের নাতি আবু সাঈদ চৌধুরী অনিক।

তিনি বলেন, গত বুধবার আমার নানার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে আমার নানা বাথরুমে পড়ে যায়। এরপর তাকে রাজশাহীর বেসরকারি সিডিএম হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট থাকায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হয়। এতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর বৃহস্পতিবার বিকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আমার নানা মারা যায়।

এবিষয়ে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা পজিটিভ থাকায় আবদুল কুদ্দুস শাহ চৌধুরীর মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়। পরে তাদের স্বেচ্ছাসেবকরা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন। সাপাহারে পারিবারিক কবরস্থানে দরদেহ দাফন করা হচ্ছে।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top