রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

করোনা জয় করে কাজে যোগ দিলেন বাঘার ইউএনও


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ০৬:৪৬

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:০৪

করোনা জয় করে কাজে যোগ দিলেন বাঘার ইউএনও


করোনা যুদ্ধে জয়ী হয়ে কাজে যোগ দিয়েছেন রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।

জানা যায়, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা গত ৬ জুলাই অফিস চলাকালীন সময়ে তীব্র জ্বরে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়। তারপর করোনা আক্রান্ত সন্দেহ হলে ওই দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহ করেন। তার ৩ দিন পর ১০ জুলাই করোনা আক্রান্তের পজেটিভ রিপোর্ট আসে।

তারপর আবার দ্বিতীয়বার ২৫ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরে ২৮ জুলাই করোনা আক্রান্তের নেগেটিভ রিপোর্ট আসে।

তবে চিকিৎসকের পরামর্শে ও ইউএনও অফিসের নির্দেশনা অনুসারে ২১ দিন আইসোলেশনে থাকার পর করোনা যুদ্ধে জয়ী হয়ে বুধবার (২৯ জুলাই) নিজ কর্মস্থলে যোগদান করেন তিনি। তাকে ফুলেল শুভেচ্ছা জানান অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্য বিধি ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে করোনা মুক্ত থাকতে পরামর্শ দেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বলেন, মুজিব বর্ষে উপজেলা নির্বাহী অফিসের যে অঙ্গীকার ছিল, করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সেই লক্ষ্য অনেকটাই এগিয়ে নিয়েছি। আমরা যারা করোনা যুদ্ধে বিজয়ী হয়ে এসেছি, তাদের কাছে আমার আহ্বান থাকবে-করোনার সময়ে যে অভিজ্ঞতা হয়েছে, সেটা সবার সঙ্গে শেয়ার করবো। এছাড়া ঘরের বাইরে গেলে মুখে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তিনি।

 আরপি/ এআর-০২

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top