রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে করোনায় হোমিও চিকিৎসকের বিদায়


প্রকাশিত:
৩০ জুলাই ২০২০ ২৩:১৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:১২

ধিরাজ কুমার রায় বাবলু। ফাইল ছবি

রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। তার নাম ধিরাজ কুমার রায় বাবলু (৭২)। রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় তার বাড়ি।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বৃৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোমিও চিকিৎসক ধিরাজ কুমার রায় করোনা পজিটিভ ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের জন্য স্বজনদের বলা হয়েছে।

রাজশাহীতে এ নিয়ে করোনায় ২৪ জনের মৃত্যু হলো। জেলায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৫ জন করোনা রোগী। এদের মধ্যে ১ হাজার ২৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাকিরা করোনার সঙ্গে লড়ছেন।

 

আরপি/আআ-০৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top