রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

গোদাগাড়ীতে নতুন বাই সাইকেল পেল মসজিদের ইমাম


প্রকাশিত:
১১ আগস্ট ২০২০ ১৬:০০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:০৪

হাটপাড়া ডাকবাংলো জামে মসজিদ কমিটির অর্থায়নে সাইকেল পেলেন মসজিদের ইমাম

মসজিদ থেকে ইমাম সাহেবের বাড়ি অনেক দূরে। তাই প্রতিদিন মসজিদে যেতে কষ্ট হয় পায়ে হেঁটে কিংবা কোনো যানে চড়ে। তবে হাঁটতেই হয় বেশিরভাগ সময়।

মসজিদে যাতায়াতের জন্য একটি মাত্র বাই সাইকেল ছিল তাঁর কিন্তু বেশ কিছুদিন আগে সেটিও হারিয়ে যায় মসজিদের পাশ থেকেই । তারপর থেকে আর্থিক সমস্যার জন্য কিনতে পারেনি নতুন সাইকেল।

তবে সোমবার (১০ আগষ্ট) থেকে তাদের সে কষ্ট দূর হলো। প্রতিদিন মসজিদে যাওয়ার জন্য তিনি পেলেন নতুন বাইসাইকেল। এখন তার চোখে-মুখে আনন্দের ঝিলিক।

হাটপাড়া ডাকবাংলো জামে মসজিদ কমিটির অর্থায়নে সোমবার সকাল ১০ টায় নতুন একটি বাইসাইকেল তুলে দেওয়া হল ইমাম মাওঃ মোঃ সাইফুল ইসলামের হাতে।

এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোঃ আলফাজ আলী, সাধারণ সম্পাদক মোঃ শামসুল হক, কোষাধক্ষ্য ও গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোঃ রায়হান, সদস্য মিনহাজুল ইসলাম এবং সাইদুর রহমান প্রমুখ।

 

আরপি / এমবি-৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top