রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

চারঘাটে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাদকসেবীর কারাদণ্ড


প্রকাশিত:
২ অক্টোবর ২০২০ ০৪:০৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০৩:০৮

 কারাদণ্ডপ্রাপ্তরা। ছবি: প্রতিনিধি

রাজশাহীর চারঘাটে মাদক সেবনের দায়ে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (০১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা এ সাজা দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- গোপালপুর গ্রামের ইয়াসিন আলীকে ১ বছর, মুক্তারপুর গ্রামের সাইদুর রহমানকে ৬ মাস, মুংলি গ্রামের খোদা বকস ও হলিদাগাছি গ্রামের আমিনুল ইসলামকে ৩ মাস করে সাজা প্রদান করা হয়েছে। বিকেলে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সামিরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিমকে সাথে নিয়ে উপজেলা জুড়ে মাদক বিরোধি অভিযান পরিচালনা করেন। এসময় মাদক সেবন করা অবস্থায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় ।

আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা অফিসার সৈয়দা সামিরা আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top