রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

বাঘায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে যুবকের আত্মহত্যা


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২০ ০৩:৫৬

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৯

রাজশাহীর বাঘায় স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে রাসেল মাহামুদ (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। সে বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের মঙ্গল আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে সে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্য অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করা হয়। তার অবস্থা বেগতিক দেখে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায়। তবে এ বিষয়ে রাজপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

মৃত রাসেল মাহামুদের পিতা মঙ্গল আলী বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মান অভিমান চলছিল। এর জের ধরে সে বিষপান করে।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে রাজশাহীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top