রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

চারঘাটে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, জেলেকে জরিমানা


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ০৩:৩০

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৭:৩৯

 ধ্বংসকৃত কারেন্ট জাল। ছবি: প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযান চলছে সারা দেশে। রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাড়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (১৮অক্টোবর) সন্ধায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় আরাফাত হোসেন(২০) নামে এক ব্যাক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সে উপজেলার রাওথা গ্রামের আলম হোসেনের ছেলে।

মা ইলিশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়তি রানী কৈরি।

পরে জব্দকৃত ৩০ হাজার মিটার জাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, ক্ষেত্র সহকারী তাকির হোসেনসহ নৌ পুলিশের সদস্যগণ।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top