রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

নগরীতে পুলিশের অভিযানে আটক ৩৮


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২০ ১৯:৩৩

আপডেট:
১৩ মে ২০২৫ ০১:০০

প্রতিকী ছবি

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ৩৮ জনকে আটক করা হয়েছে। গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তন্মধ্যে বোয়ালিয়া মডেল থানা ১১ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ২ জন, পবা থানা ৮ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভূক্ত আসামী, ১০ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটকৃতদের মধ্যে বোয়ালিয়া মডেল থানা পুলিশ আবির বিজয় (২১) কে ১০.৫ গ্রাম হেরোইন, শেফালী বেগম (৩০) কে ৫ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, সাব্বির (২০) কে ১৩ গ্রাম হেরোইন, সাব্বির হোসেন বাবু (২৮) কে ৫০ গ্রাম হেরোইন, চন্দ্রিমা থানা পুলিশ জিবন (৩৪) কে ৪.৫ গ্রাম হেরোইন, মতিহার থানা পুলিশ গোলাপ (৪০) কে ৫ পিচ ইয়াবা, বেলপুকুর থানা পুলিশ আকবর আলী (৪০) কে ৭ গ্রাম হেরোইন, পবা থানা পুলিশ (১) কান্দু (২৮) কে ২০ গ্রাম গাঁজা, কাশিয়াডাঙ্গা থানা পুলিশ আবির হোসেন অন্তর (২০) কে ১০ পিচ ইয়াবা, ডিবি পুলিশ সোহেল রানা (৪০) কে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top