রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

রাজশাহীতে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার


প্রকাশিত:
২২ নভেম্বর ২০২০ ২০:৫০

আপডেট:
২২ নভেম্বর ২০২০ ২০:৫৬

রাজশাহী মহানগরীর উপকন্ঠ হারুপুর আইবাঁধ এলাকার পদ্মা নদী থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুরে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মৃতদেহ উদ্ধার করে।

নিহত ওই বৃদ্ধা হলেন, কাশিয়ারডাঙ্গা থানার গবিন্দপুর এলাকার মৃত আতাহার আলীর স্ত্রী রোকিমুন নেসা। তার বয়স ৭০ বছর।

জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টেশন অফিসার লতিফুর বারির নেতৃত্বে উদ্ধার অভিযান চালিয়ে মৃতদেহ উদ্ধার করে।

এ সময় লিডার মো. শামসুল আলম, ডুবুরী রিপন হোসেন ও জুয়েল রানার সহযোগীতায় ডুবুরী আব্দুর রাজ্জাক উদ্ধার কাজে অংশগ্রহণ করেন। পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

আরপি/ এমআই 



আপনার মূল্যবান মতামত দিন:

Top