রাজশাহী রবিবার, ২৪শে আগস্ট ২০২৫, ১০ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে জাতীয় গভর্ন্যান্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক মতবিনিময় সভা


প্রকাশিত:
২৩ নভেম্বর ২০২০ ২৩:১৮

আপডেট:
২৪ আগস্ট ২০২৫ ১৭:৫০

জাতীয় গভর্ন্যান্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক মতবিনিময় সভা

রাজশাহীতে জাতীয় গভর্ন্যান্স অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার  (২৩ নভেম্বর) সকালে ইউএনডিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসির এবং পরিবর্তনের যৌথ উদৌাগে নগরীর নানকিং দরবার হলে এ কর্মশালা সভা অনুষ্টিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কর অফিসের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান।

মূল নিবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের প্রফেসর কাজি মারুফ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভমেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আশরাফ উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-ত্বত্ত বিভাগের প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের প্রফেসর তাইবুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিবর্তনের পরিচালক রাশেদ রিপন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নয়ন প্রক্রিয়াতে সুশাসন অত্যন্ত জরুরী। সাধারণ মানুষ সুশাাসন বলতে কি বুঝে। তারা কেমন সার্ভিস চায়। কি ধরনের সার্ভিস চাই তা নিরিক্ষনের জন্য এ কর্মশালার আয়োজন।

 

আরপি/এমএএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top