রাজশাহী সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

রাজশাহীতে ইএসডিপি বিডা উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত


প্রকাশিত:
১৭ জানুয়ারী ২০২১ ০৪:০৪

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ২০:৩১

 

রাজশাহীতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প-ইএসডিপি বিডা উদ্যোক্তাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে নগরীর সরকার টাওয়ারের নুক্সায় এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় ২০০ উদ্যোক্তাদের প্ল্যাটফরম ক্লিক টু বাই এর পদযাত্রা শুরু হয়।

কৃষাণী উদ্যোগ এর প্রোপাইটার আফসাক আশার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রির সচিব মো. জাকির হোসেন, ইএসডিপি বিডা রাজশাহী জেলা প্রশিক্ষণ সমন্বয়ক জামিলা আফসারী আলমসহ রাজশাহী বিডার কর্মকর্তা-কর্মচারীরা।

আরো উপস্থিত ছিলেন, ক্লিক টু বাইয়ের এর আশফাক ইমন, সুলতান মাহমুদসহ বিডার ১২টি ব্যাচের প্রায় ২০০ উদ্যোক্তা। রিসপন্সার হিসেবে ছিলো, সেলাই, ব্যাঞ্জন, আবিদ মুড়িঘর, নুক্সা, মডেল স্টাইল, পক্ষধর, সৌচিক ইটিএডিআইবিডি ডট কম, অটো ব্রিকস লিমিটেডসহ আরো অনেকেই।

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top