রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে বাবার কাছে খাবার নিয়ে যাওয়া হলো না স্কুল শিক্ষার্থী সোহেলের


প্রকাশিত:
১৪ অক্টোবর ২০১৯ ২৩:৪১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৩:৩০

প্রতীকি ছবি

রাজশাহী দুর্গাপুরে অবৈধ মাহিন্দ্রা গাড়ি কেড়ে নিল (১২) বছরের স্কুল শিক্ষার্থী সোহেল রানা প্রাণ। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পাঁচুবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত সোহেল পাঁচুবাড়ী চাঁ বিক্রেতা আব্বাস আলী ছেলে। সে শ্রীধারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে সোহেল রানা তার বাবার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে পাঁচাবাড়ি বাজারে যাচ্ছিলো। তারা বাবা পাঁচুবাড়ি বাজারের একজন চাঁ বিক্রেতা। বাজরের কাছে পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় অবৈধ মাহিন্দ্রা কাঁকড়া গাড়িটি চাকা সোহেল রানার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘাতক গাড়িটির চালক জুয়েল রানা একটু দুরে গাড়ি রেখে পালিয়ে যায়। চালক জুয়েল রানার বাড়ি একই উপজেলার নারায়নপুর গ্রামে।

এ ঘটনায় পুলিশ গাড়িটি উদ্ধার করেছে তবে পালতর রয়েছে চালক জুয়েল রানা। দুর্গাপুর থানার (ওসি) খুরশিদা বানু কনা জানান, এ ঘটনার পরেই গাড়িটি আটক করা হয়েছে। সেইসাথে পালতক গাড়ির চালকে আটকের অভিযান অব্যাহক রয়েছে।

আরপি/ এআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top