রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নেতার মৃত্যু


প্রকাশিত:
৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:১১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৬:৫৭

ফাইল ছবি

রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিবহন শ্রমিক নেতা কেএম শাহীন (৫০) চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে মারা গেছেন।

নিহত কেএম শাহীন উপজেলার ঝলমলিয়া গ্রামের দুলাল দারোগার ছেলে ও রাজশাহী জেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি বিকেলে কে এম শাহীন পুঠিয়া সদরে তার ব্যক্তিগত কাজ শেষ করে ভ্যান যোগে বাড়ি আসছিল। পথে ঝলমলিয়া বাজারের নিকট আসামাত্র নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহি বাস ওই ভ্যানকে সজরে ধাক্কা দেয়।

এতে করে ভ্যান চালকসহ যাত্রী শাহীন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

 

 

আরপি/এসআর



আপনার মূল্যবান মতামত দিন:

Top