রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


দুই চোখ উপড়ে ফেলে ছুরিকাঘাতে যুবককে হত্যা


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ১৭:৫৫

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০১:৪৪

বগুড়ায় চোখ উপড়ে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে শহরের মাটিডালি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

নিহত সফিউল ইসলাম পিপলু (৩৫) মাটিডালি উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। পিপলু রাজাবাজারে দোকানে কাজ করতেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা।

ওসি সেলিম রেজা বলেন, ওই যুবকের দুই চোখ উপড়ে ফেলে বুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আঘাতের ধরন দেখে মনে হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রফতারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top