রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে ৫৮ জনের নমুনায় পরীক্ষায় শনাক্ত ৮


প্রকাশিত:
২৫ জুন ২০২১ ০১:৪১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩০

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘির উপজেলার সান্তাহারে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এন্টিজেন পরীক্ষা ক্যাম্প চালু করা হয়েছে । বৃহস্পতিবার দিন ব্যাপী এই ক্যাম্পের উদ্বোধন করে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন।

আদমদীঘি উপাজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, দিন ব্যাপী এই ক্যাম্পে মাত্র ৫৮ জন মানুষ এন্টিজেন পরীক্ষা করেছেন। এঁদের মধ্যে ৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার প্রায় ১৪ শতাংশ।

আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোমিনুল ইসলাম বলেন, এন্টিজেন পরীক্ষায় উল্লেখ যোগ্য সাড়া মেলেনি । যে সকল নমুনা নেগেটিভ এসেছে সে সব নমূনা আবারো বগুড়ায় পাঠানো হয়েছে ।

আরপি/ এস

 



আপনার মূল্যবান মতামত দিন:

Top