রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল


প্রকাশিত:
১৩ আগস্ট ২০২১ ০০:৪৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৫১

ছবি: বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানার আদেশ প্রদান

বগুড়ার সান্তাহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা বৃহস্পতিবার সকালে মাদক বিরোধী অভিযান চালিয়ে পৌর শহরের বশিপুর এলাকা থেকে ৪ মাদক সেবীকে আটক করেছে।

দুপুরে ভ্রাম্যমান আদালতের হাজির করলে ভ্রাম্যমান আদালতের হাকিম ও ইউএনও শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই ৪ মাদকসেবীকে ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন।

সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজিম উদ্দিন জানান, দন্ডপ্রাপ্তরা হলেন, আদমদীঘি বশিপুর সরদারপাড়ার নবির উদ্দিনের ছেলে আতোয়ার হোসেন (৩৫), আবু বক্কর ছিদ্দিকের ছেলে মানিক হোসেন (৩০), হামিদুল মন্ডলের ছেলে শাহিনুর (৩২) ও কছিম উদ্দিনের ছেলে সবুজ (২৮)। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

আরপি/এসআর-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top