রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আদমদীঘিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


প্রকাশিত:
২৮ সেপ্টেম্বর ২০২১ ০৩:২১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৪৮

ছবি: ওপেন হাউস ডে

বগুড়ার আদমদীঘিতে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাড়ে ৫টায় টায় থানা চত্ত্বরে স্থানীয় সুধিজনের অংশ গ্রহণে আদমদীঘি থানা পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়।

আদমদীঘি-দুপচাচিয়া থানার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার নাজরান রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম সেবা)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বগুড়া (অপরাধ) আব্দুর রশিদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আরিফুল ইসলাম, উপ-পরিদর্শক শ্রী প্রদীপ কুমার বর্মন।

অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, যৌন হয়রানি, জমি নিয়ে বিরোধ, জঙ্গিবাদ, চাঁদাবাজি, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, বাল্য বিয়ে, ভাড়াটিয়া তথ্য ফরম পূরণসহ সমাজের নানা প্রতিবন্ধকতা প্রতিরোধে আলোচনা করেন বক্তারা। পাশাপাশি জনবান্ধব মূলক পুলিশিং সেবা ও কমিউনিটি পুলিশিংয়ের সুফলসহ সব ধরনের সেবা দ্রুত জনগণের দ্বার প্রান্তে পৌঁছানোর বিষয়ে আলোচনা করেন পুলিশ কর্মকর্তারা।

 

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top