অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ গ্রেফতার তিন

ছবি: গ্রেফতারকৃত আসামীরা
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার আবাসিক হোটেলে অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ আবাসিক হোটেল থেকে তিন জনকে গ্রেফতার করেছে শহর পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার শহর ফাঁড়ির উপ-পরিদর্শক আনহার হোসেন, এএসআই রুস্তম ফারুকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা সান্তাহার স্টেশন কলোনী এলাকার মৃত দোয়াত শেখের ছেলে হেলাল শেখ (৩৮), একই এলাকার মৃত ইয়ার আলী মন্ডলের ছেলে আব্দুল হাকিম (৫৫) ও নওগাঁ জেলার ভবানীপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে রেশমা বেগম (২৮)।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরির্দশক আরিফুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শুক্রবার দুপুরে আদমদীঘি থানায় মামলা দায়ের করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
আরপি/এসআর-১৪
বিষয়: আদমদীঘি গ্রেফতার অনৈতিক কার্যকলাপ
আপনার মূল্যবান মতামত দিন: