রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আদমদীঘিতে দেবনাথ ট্রেডার্সের টিসিবি পন্য বিক্রি শুরু


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:১৭

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৪

ছবি: পন্য বিক্রি

‘টিসিবির পন্য, দামে সাশ্রয়ী, মানে অন্যন্য’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘিতে দেবনাথ ট্রেডার্সের ব্যানারে সামাজিক দূরত্ব বজায় রেখে ভ্রাম্যমান ট্রাকসেলে অষ্টম কিস্তির কার্যক্রমে টিসিবি পন্য বিক্রয় করা হয়।

বাংলাদেশ ট্রেডিং কপোর্রেশন বাণিজ্য মন্ত্রণালয় বগুড়া আঞ্চলিক কার্যালয়ের পরিচালনায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়ের নির্দেশনা মতে উপজেলার সান্তাহার হবির মোড় সহ আশপাশ এলাকায় ভোক্তা সাধারণদের মাঝে বৃহস্পতিবার বিকেলে তেল, চিনি, ডাল টিসিবি পন্য বিক্রয় করা হয়।

দেবনাথ ট্রেডার্সের সত্ত্বাধিকারী অসিত দেবনাথ বাপ্পা জানান, আদমদীঘি উপজেলায় দুইজন টিসিবি ডিলার আছেন। প্রত্যেক ডিলারকে ডিও এর মাধ্যমে এক হাজার ছয় কেজি পন্য বরাদ্দ দেওয়া হয়। এসব পন্য নির্ধারিত দামে সোয়াবিন তেল ১১০ টাকা, মসুর ডাল ৬৫ টাকা এবং চিনি ৫৫ টাকা দরে বিক্রি করা হয়।

তিনি আরোও জানান, প্রতিজন ভোক্তা শুধুমাত্র একবার এ সব টিসিবির পন্য ক্রয় করতে পারবেন।

 

 

 

আরপি/এসআর-০৮



আপনার মূল্যবান মতামত দিন:

Top