রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


আদমদীঘিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৩ ০০:৪৫

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২১:১৩

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে কুমারী মিঠাই বর্মন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুর ১টায় উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

কুমারী মিঠাই বর্মন উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বাজার এলাকার নিল বাবু চন্দ্র বর্মনের কন্যা।

আদমদীঘি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১টায় বাড়ির উঠানে শিশু মিঠাইকে বসিয়ে রেখে তার মা খড়ের পালায় কাজ করছিলেন। এ সময় পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর তার মা তাকিয়ে দেখেন শিশুটি নেই। পরে পুকুরে মৃত অবস্থায় শিশুর মরদেহ ভাসতে দেখেন।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া অব্যহত রয়েছে।

 

 

আরপি/এসআর-১৬



আপনার মূল্যবান মতামত দিন:

Top