রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে রোববার থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু


প্রকাশিত:
৩০ মে ২০২০ ০০:৩৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩৬

ছবি: সংগৃহীত

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের উপর দিয়ে আগামী রোববার (৩১মে) থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।

সাধারণ ছুটি প্রত্যাহারের পরে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনি এক্সপ্রেস এই দুই যাত্রীবাহী ট্রেনটি যথা সময়ে সান্তাহার হয়ে ঢাকা পৌঁছাবে।

তবে পর্যাযক্রমে ৩জুন থেকে ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ।

সান্তাহার রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, মহামারী করোনা ভাইরাসের কারণে গত ২৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দুই মাস ধরে সকল ট্রেন বন্ধ থাকার পর অবশেষে ৩১মে থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে।

পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ও লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস যথা সময়ে সান্তাহার হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

তবে পর্যাযক্রমে ৩ জুন থেকে চিলাহাটি থেকে ঢাকা গামী নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে খুলনা গামী রুপসা এক্সপ্রেস এই ট্রেনগুলোর চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে সান্তাহার স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম বলেন, করোনা পরিস্থিতি অনুয়ায়ী আস্তে আস্তে সকল ট্রেনই চলাচল করবে।

 

 

আরপি / এমবি



আপনার মূল্যবান মতামত দিন:

Top