রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বাসে অতিরিক্ত ভাড়া আদায়, যেভাবে টাকা ফেরত পেলেন যাত্রী


প্রকাশিত:
৯ আগস্ট ২০২০ ২২:০৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৯:৩২

ফাইল ছবি

বাসে বগুড়া থেকে রাজশাহী আসছিলেন এক যাত্রী। রাজশাহী থেকে বগুড়ার ভাড়া সাধারণত ১৫০ টাকা। গাড়িতে উঠে সিটে বসতেই চাওয়া হয় ৩০০ টাকা। ঘটনাটি রবিবার (৯ আগস্ট) দুপুরের।

বগুড়া-রাজশাহী মহ্সড়কের নন্দীগ্রাম থানা এলাকায় ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছিল অতিরিক্ত টাকা। এর কারন জানতে চাইলে সুপারভাইজার উল্টো ওই যাত্রীকে আজেবাজে ভাষায় গালিগালাজ করেন।
নিরুপায় হয়ে ওই যাত্রী কল দেন ৯৯৯-এ। জানান অতিরিক্ত ভাড়া আদায় ও হেনস্তার কথা। খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবিরের নির্দেশে বগুড়া-রাজশাহী সড়কে ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়ার টাকা বাস কর্তৃপক্ষের কাছ থেকে ফেরত নিয়ে দেন এসআই ফারুক হোসেন।

এবিষয়ে ওসি শওকত কবির জানান, এক যাত্রী বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি ৯৯৯-এ ফোন করে অভিযোগ করেছিলেন। বগুড়া থেকে রাজশাহীর ভাড়া ১৫০ টাকা। কিন্তু নেওয়া হচ্ছিল ৩০০ টাকা। অভিযোগ পেয়ে পুলিশ পদক্ষেপ নেয়। এছাড়াও যাত্রা পথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি।

 

আরপি/আআ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top