রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২০ ২৩:১৪

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৮:৪০

প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ঝুলন্ত অবস্থায় সুজন হোসেন (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টায় উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের একটি গোরস্থানের ভিতর থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুজন হোসেন সান্দিড়া গ্রামের ইউপি সদস্য ফেরদৌস রহমানের ছেলে। এ ঘটনায় আদমদীঘি থানায় ইউডি মামলা হয়েছে।

জানা যায়, রোববার সন্ধ্যায় সুজন হোসেন প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বাহিরে বের হয়। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন নানান জায়গায় খোঁজাখুঁজির পর বাড়ির পাশে গোরস্থানে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ সোমবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া মর্গে পাঠিয়েছে।

আদমদীঘি থানার তদন্ত (ওসি) ছানোয়ার হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top