রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সান্তাহারে সাবেক পৌর কাউন্সিলর আসলাম সিকদারের ইন্তেকাল


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২০ ০৩:০৮

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ০১:২৬

আসলাম সিকদার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসলাম সিকদার (৫৬) ইন্তেকাল করেছেন। তিনি সান্তাহার পৌর শহরের দৈনিক বাজার ঈদগাহ্ মাঠ এলাকার মৃত আজিজুল হক শিকদারের ছেলে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় অসুস্থতাজনিত কারনে ঢাকা যাত্রা বাড়িতে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও পালিত দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর বাজার ঈদগাহ্ মাঠে জানাজা শেষে খাড়ির ব্রীজ কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সহ-সভাপতি আবু রেজা খান, আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুল ইসলাম চম্পা, জার্সিস আলম রতন, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক এস এম জাহিদুর বারী প্রমুখ।

 

 

আরপি/এসকে



আপনার মূল্যবান মতামত দিন:

Top