পৌরসভা নির্বাচন
সান্তাহারে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেলেন ভুট্টু

আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভার মেয়র নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনীত মেয়র প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন পেলেন আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। শুক্রবার (১৮ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টুু একটানা গত দুই মেয়াদে সান্তাহার পৌরসভার মেয়রের দ্বায়িত্ব সুনামের সাথে পালন করেছেন। স্থানীয় একাধিক মেয়র প্রার্থী মনোনয়নের জন্য প্রার্থীতা চাইলেও বিএনপির কেন্দ্রীর কমিটির নীতি র্নির্ধারকগণ আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টুর উপরই আস্থা রাখলেন।
আরপি/এসকে
আপনার মূল্যবান মতামত দিন: