রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


মদপানে তিনজনের মৃত্যু


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১৯

আপডেট:
১৩ মে ২০২৫ ০৮:১১

ছবি: সংগৃহীত

সোমবার সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে দুজন এবং মঙ্গলবার সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়। এনিয়ে মদ্যপানে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০ জনে।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার প্রেমনাথ রবিদাস (৭০), বগুড়া সদরের ফাঁপোড় এলাকার রিকশাচালক জুলফিকার রহমান (৫৬) ও ফুলবাড়ী মধ্যপাড়ার রিকশাচালক আবদুল জলিল (৬৫)।

এর আগে বিভিন্ন সময়ে মৃত ব্যক্তিরা হলেন- বগুড়া শহরের ফুলবাড়ী এলাকার কারখানাশ্রমিক পলাশ (৩৪), শহরের কাটনারপাড়া এলাকার হোটেলশ্রমিক সাজু মিয়া (৫৫), পুরান বগুড়া দক্ষিণপাড়া এলাকার সুমন রবিদাস (৩৮), বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকার হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন (৫৫), শহরের তিনমাথা পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী (৬০), কাটনারপাড়া হটুমিয়া লেনের বাবুর্চি মোজাহার আলী (৭৫) ও কাহালু পৌর এলাকার উলুট্র মহল্লার অটোরিকশাচালক কালাম (৫০)।

এদিকে এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন রাতেই থানায় মামলা করেছেন।

বগুড়া সদর থানার ওসি হুমায়ূন কবির বলেন, রাত ৮টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে প্রেমনাথ রবিদাস মারা যান। অন্য দুজন মারা যান সন্ধ্যায় নিজ নিজ বাড়িতে।

তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রঞ্জু নামে এক ব্যক্তির ভাই মনোয়ার হোসেন গতকাল রাতে থানায় মামলা করেছেন।

 

আরপি/টিএস-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top