রাজশাহী সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ লক্ষ টাকার হেরোইন উদ্ধার


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২১ ০৪:৫৮

আপডেট:
১২ মে ২০২৫ ২০:৩৮

ছবি: উদ্ধারকৃত হেরোইন

চাঁপাইনবাবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। শনিবার সকালে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচারনা করে এই হেরোইন উদ্ধার করে বিজিবি-৫৯।

হেরোইন উদ্ধারের বিষয়ের সত্যতা নিশ্চিত করে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা শনিবার বেলা ১১ টায় এক প্রেস বিজ্ঞপ্তির  মাধ্যমে জানিয়েছেন, নিজস্ব তথ্যের ভিত্তিতে শনিবার সকাল ৯ টায় নায়েব সুবেদার মো. রেনু মিয়ার নেতৃত্বে চকপাড়া বিওপির টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪ মেইন হতে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি কলা বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মালিক বিহিন ৪ লক্ষ টাকা মূল্যের ২ শত গ্রাম নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক। 

 

 

আরপি/এসআর-১৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top