রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২

ভোলাহাটে পোল্ট্রী দোকানের সামনে ক্ষুধার্ত কুকুরের ঘোরাঘুরি


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২১ ০৪:৪১

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১২:৪৩

ছবি: ক্ষুধার্ত কুকুরের ঘোরাঘুরি

ভোলাহাটে খাদ্যাভাবে রয়েছে কুকুর। পোল্ট্রী মুরগির দোকান খোলার সাথে সাথে ভিড় জমায় দোকানে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মেডিকেল মোড়ে মোঃ হিটুর পোল্ট্রীর দোকানে সরজমিনে গিয়ে দেখা যায় ১৪/১৫টি কুকুর পোল্ট্রী মুরগীর উচ্ছিষ্ট খাওয়ার জন্য অপেক্ষা করছে।

মুরগী ব্যবসায়ী হিটু জানান, প্রতিদিন ১৪/১৫ টি কুকুর খাবারের জন্য ভিড় করে। মুরগী বিক্রি করে যে সব নাড়িভুড়ি থাকে সে সব গুলো তাদের দিলে ভাগযোগ করে খায়। আমার দোকানেই শুধু না উপজেলার বিভিন্ন মুরগীর দোকানে ৮/১০টি করে কুকুর খাবারের জন্য ভিড় করে। এলাকার সচেতন মানুষ কুকুরগুলোকে খাবারে ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের কাছে দাবী জানিয়েছেন।

 

আরপি/এসআর-২০


বিষয়: ভোলাহাট


আপনার মূল্যবান মতামত দিন:

Top