রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২

ভোলাহাটে ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ০৪:১৫

আপডেট:
১৩ মে ২০২৫ ০৯:০৫

নির্বাচনি বিধি লঙ্ঘন করে প্রার্থীদের পোষ্টার সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচারণা করছেন। ছবি সংগ্রহ করেছেন, ভোলাহাট প্রতিনিধি-আলি হায়দার রুমান

আসছে ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলাহাট উপজেলার চারটি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে মনোনয়নপত্র জমা ও বাছাই সম্পন্ন হয়েছে। প্রতীক বরাদ্দ হবে আগামী ৭ ডিসেম্বর। কিন্তু দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টার তৈরি করে পোস্ট করে দেদারসে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

চেয়ারম্যান প্রার্থী ভোলাহাট ইউনিয়নের মোঃ আব্দুল খালেক, দলদলী ইউনিয়নে মোঃ আনিসুর রহমান, জামবাড়ীয়া ইউনিয়নে মোঃ পিয়ারুল ইসলাম নৌকা প্রতীক দিয়ে প্রচারনায় নেমে পড়েছেন।

এদিকে জামবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বার ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মতিউর রহমান টিউবওয়েল প্রতীক দিয়ে প্রচারনায় নেমেছেন। এছাড়াও যে সব প্রার্থী নির্বাচনের পূর্বে দোয়া চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টার সেঁটেছিলে সেগুলো এখনো সেঁটে আছে।

এসব নিয়ে অন্যান্য প্রার্থীরা ক্ষোভ প্রকাশ করলেও রিটার্নিং অফিসারের কাছে কোন অভিযোগ হয়নি জানিয়েছেন ভোলাহাট উপজেলা রিটার্নিং অফিসার ডাঃ মোঃ আব্দুল্লাহ।

এদিকে জামবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ পিয়ারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টা আমি জানি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্রচার করেছিল আমি জানার পর তাদেরকে নিষেধ করে দিয়েছি। ভোলাহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল খালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কে বা কারা এটা করেছে আমি জানি না।

 

আরপি/ এমএএইচ-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top