রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাকযোগে বিনামূল্যে আম পাঠানোর উদ্বোধন


প্রকাশিত:
১৩ জুন ২০২০ ২৩:৪২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৫৮

ছবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ডাকযোগে বিনামূল্যে আম পাঠানোর উদ্বোধন

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে ডাক বিভাগের মাধ্যমে বিনামূল্যে রাজধানী ঢাকায় আম পাঠানোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীসহ দেশের কয়েকটি জেলা হতে আম পাঠানোর উদ্বোধন করা হয়।

এর উদ্বোধন করেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার। ডাক বিভাগের "কৃষকবন্ধু ডাক সেবা" কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষক, ক্ষুদ্র আম ব্যবসায়ীদের আম ঢাকায় বিনামূল্যে পাঠাতে পারবেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রান্ত থেকে জেলা প্রশাসকের কার্যালয় হতে ভিডিও কনফারেন্সে যোগ দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, রাজশাহী বিভাগের ডেপুটি জেনারেল পোস্টমাস্টার মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান, রাজশাহী জিপিও'র সিনিয়র পোস্টমাস্টার মো. আমিনুর রহমান, ডাক বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলা পোস্টমাস্টার লক্ষণ চন্দ্র দাসসহ অন্যান্যরা।

এসময় ডাক বিভাগের মাধ্যমে বিনামূল্যে আম পাঠানোর এই কর্মসূচি জেলার কৃষক ও আমচাষীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক। 

 

আরপি/আআ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top