রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ


প্রকাশিত:
৫ অক্টোবর ২০২০ ০০:০৯

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৪১

চেক বিতরণ। ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানসমূহের অনুকূলে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ২০১৯-২০২০ অর্থ বছরের চেক বিতরণ করা হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে চেক সমূহ বিতরণ করা হয়। এ উপলক্ষে রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করে।

এ সময় জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সিরাজুম মুনির আফতাবি, সংগ্রামী প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মনিরা খাতুন, রানিহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক একরামুল হকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে, প্রধান অতিথি ৩০টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিকট ৯ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top