রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যার ঘটনায় গ্রেপ্তার সাত


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২১ ২১:০২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৫:৪১

ছবি: প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে তুহিন হত্যা মামলায় জড়িত ৭ আসামিকে গ্রেফতার করেছে ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট-সিআইডি। গত বছরের ২ মে মামলাটি দায়ের করা হয়।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী এলাকার মৃত হাজী আব্দুর রহমানের ছেলে মো. মিজানুর রহমান (৪৮), মৃত ওয়ারেশ আলী মন্ডলের ছেলে আজগর আলী ওরফে মেকচার (৫২) ও আরাম আলী (৫০), মৃত নবীরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (৩৫), আবুল কালামের ছেলে নয়ন আলী (২৬), বাটাগ্রামের মৃত সাইফুদ্দিন মন্ডলের ছেলে রবিউল ইসলাম খুদি (৫৯) এবং মৃত গিয়াস উদ্দিন মোল্লার ছেলে মো. তাজেমুল ওরফে জেদনা (৫৫)।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গত বছর রেহাইচরের তুহিনকে হত্যা করে সদর ঘাটে নদীতে ফেলে রাখে। পরে স্থানীয়দের দেয়া খবরে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি সোমবার রাতে আসামিদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। 

 

 

 

আরপি/এসআর-০৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top