রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


দুই মোটরসাইকেল আরোহীকে পিষে মারল বাস


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০৬

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:৪০

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলন্ত বাসের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। তারা হলেন উপজেলার বাসিল গ্রামের হাজী মো. নুরুল ইসলামের ছেলে হামিদ কারী (৫০) ও মেহেরাবাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে জাকির হোসেন (২০)।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এতিমখানার সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন মো. তৈমুর আলী।

তিনি বলেন, বিকেল সোয়া ৪টার দিকে দুই মোটরসাইকেল আরোহী উপজেলার সিডস্টোর বাজার এতিমখানার সামনে ইউটার্ন নিচ্ছিলেন। এ সময় ধাক্কা দিয়ে মোটরসাইকেলকে ৪০-৫০ গজ সামনে টেনে নিয়ে যায় ঢাকাগামী নেত্রকোনা এক্সপ্রেস বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই আরোহী।

ওসি আরও বলেন, বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top