রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


ব্রিজের নিচে মিলল তরুণীর অর্ধগলিত কাটা পা


প্রকাশিত:
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:০৩

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ২১:৩৯

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় ব্রিজের নিচ থেকে অর্ধগলিত কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কের তুলসীঘাটের হেলিপ্যাড সংলগ্ন এলাকা থেকে এ পা উদ্ধার করা হয়। পুলিশের ধারণা- কাটা পা কোনো তরুণীর হবে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্রিজের পাশে জমিতে কাজ করার সময় এক ব্যক্তি পলিথিনে মোড়ানো অর্ধগলিত একটি কাটা পা দেখতে পান। পরে তিনি ও আশেপাশের মানুষ পুলিশে খবর দেয়। পুলিশ কাটা পা উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কোনো তরুণীর পা। হাঁটুর ৪ ইঞ্চি ওপর থেকে নিখুঁতভাবে কাটা। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

আরপি / এমবি-৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top