রাজশাহী সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


একইসঙ্গে দুই বোনের আত্মহত্যা


প্রকাশিত:
৪ মার্চ ২০২১ ০০:২১

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ২০:২৫

প্রতিকী ছবি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একই ঘরে বিষপানে আত্মহত্যা করেছে আপন দুই চাচাতো বোন। তারা প্রত্যেকে এক সন্তানের জননী। মঙ্গলবার রাতে তারা বিষপান করেন। বুধবার ভোরে গোপালগঞ্জ সদর হাসপাতালে তারা মারা যান।

পুলিশ ও তাদের পরিবার জানায়, আড়ুয়া বর্ণি গ্রামের শামীমের স্ত্রী বৃষ্টি বেগম (১৯) ও যশোর সদর উপজেলার দেলোয়ার খানের স্ত্রী প্রীতি বেগম (১৮) চিতলমারী উপজেলার কাননচক গ্রামে তাদের পিতার বাড়ি বেড়াতে আসে।

মঙ্গলবার গভীর রাতে তারা দুজন প্রীতি বেগমের পিতা আ. খানের ঘরের মধ্যে বিষপান করেন। পরিবারের লোক টের পেয়ে ওই রাতেই তাদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান তারা দুজন আপন চাচাতো বোন হলেও বান্ধবীর মতো চলা ফেরা করতেন। তবে কি জন্য বিষপানে আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি।

আরপি/ এসআই-১০



আপনার মূল্যবান মতামত দিন:

Top