রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


যাত্রীবাহী বাসে আনা হচ্ছিল ৩৫ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি


প্রকাশিত:
৫ মার্চ ২০২১ ২৩:১৬

আপডেট:
১৩ মে ২০২৫ ১৬:৩৫

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে ৩৫ মণ জেলিযুক্ত বিষাক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। শুক্রবার (০৫ মার্চ) দুপুর ১২টার দিকে বিষাক্ত চিংড়ি মাছগুলো কেরোসিন মিশিয়ে মাটিতে পুঁতে ফেলা হয়।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে শিমুলিয়াঘাট এলাকায় এসএ ট্রাভেলস নামের যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড।

মাওয়া কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার ফেরিঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসা ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে ১৪টি বক্সে রাখা ৩৫ মণ বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়। মাছের সঙ্গে কাউকে না পাওয়ায় আটক করা যায়নি।

অভিযান পরিচালনা ও চিংড়ি পুঁতে বিনষ্টের সময় সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশন মাওয়ার কন্টিনজেন্ট কমান্ডার ছানোয়ার ও উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ও কোস্টগার্ডের সদস্যরা। উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, জেলিযুক্ত এসব চিংড়ি খেলে ক্যানসারসহ কিডনির কঠিন রোগ হতে পারে।

আরপি / এমবি-৭



আপনার মূল্যবান মতামত দিন:

Top