রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


‘ইট্টু মদ খাইছি, তাই বলে থানায় আসতি পারবো না’


প্রকাশিত:
১০ মার্চ ২০২১ ২০:১২

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৩:৩৫

ছবি: সংগৃহীত

নিজে মাদক সেবন করে আরেক মাদকসেবীর বিরুদ্ধে থানায় অভিযোগ করতে এসেছিলেন আসাদুজ্জামান অভি নামে এক ব্যক্তি। পুলিশ উল্টো তাকেই আটক করেছে। অভি যশোর শহরতলীর বিরামপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে অভি নামের এক ব্যক্তি যশোর রেলস্টেশন সুইপার কলোনি থেকে মদ খেয়ে মদ্যপ অবস্থায় থানায় এসে আরেক মাতালের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছিল। তার সমস্ত শরীর থেকে চোলাই মদের দুর্গন্ধ আসছিল। মাদক সেবন করে থানায় এসে পরিবেশ নষ্ট করায় তা আইনের আমলে পড়ে। এ কারণে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আদালতে পাঠানো হচ্ছে’।

আটক অভি বলেন, ‘ইট্টু মদ খাইছি, তা বলে থানায় আসতি পারবো না। পুলিশ খারাপ। একজনের বিরুদ্ধে অভিযোগ করলাম, আর পুলিশ আমারেই আটক করলো’।

 

আরপি / আইএইচ-০৩



আপনার মূল্যবান মতামত দিন:

Top