রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


মসজিদে ঢুকে দানবাক্স ভেঙে টাকা চুরি


প্রকাশিত:
১৩ মার্চ ২০২১ ০৫:১৫

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৩:৩৫

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইমাম ও মুসল্লিরা মসজিদে এসে তিনটি দানবাক্স ভাঙা ও অপর তিনটি দানবাক্স মসজিদে নেই দেখতে পান।

ধারণা করা হচ্ছে বিকেল ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটেছে। জুমার নামাজ আদায় শেষে মুসল্লিরা যখন চলে যান, তখন তিনটি দানবাক্স ভেঙে চুরি এবং অপর তিনটি নিয়ে যায় চোরেরা। মুসল্লিরা জানিয়েছেন, ছয়টি দানবাক্সে প্রায় ১০-১২ হাজার টাকা ছিল। প্রতি জুমার দিন দানবাক্সে প্রায় ১০-১২ হাজার টাকা দেন মুসল্লিরা।

দিঘিরপাড় জামে মসজিদের ইমাম মুফতি ইমদাদুল হক বলেন, জুমার নামাজ আদায় করে আমি বাসায় চলে যাই। আসরের নামাজের সময় মসজিদে প্রবেশ করে তিন দানবাক্স ভাঙা দেখি। অপর তিনটি নিয়ে যায় চোরেরা।

মসজিদের মুয়াজ্জিন হাফেজ আবুল বাশার বলেন, জুমার নামাজের পর দানবাক্সগুলো প্রতিদিনের মতো মসজিদের ভেতরে রেখে বাসায় চলে যাই। বাসা থেকে খাওয়া-দাওয়া শেষ করে বাজার ব্যবসায়ীদের থেকে মাসিক চাঁদা আদায়ের জন্য যাই। চাঁদা নিয়ে আসর নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করে দেখি তিনটি দানবাক্স ভাঙা। অপর তিনটি নেই।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, একেক দানবাক্সে মাসে দেড়-দুই হাজার টাকা পাওয়া যায়। সে হিসেবে ছয় দানবাক্সে প্রায় ১০-১২ হাজার টাকা ছিল।

আরপি / এমবি-১২



আপনার মূল্যবান মতামত দিন:

Top