রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২


অগ্নিকাণ্ডে ১৫ কক্ষ পুড়ে ছাই


প্রকাশিত:
১৪ মার্চ ২০২১ ১৮:৪১

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৩:৩৭

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রবিবার সকালে আগুনে একটি বাড়ির ১৫টি কক্ষ পুড়ে গেছে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রতনপুর এলাকায় আমিন হোসেনের একটি বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহানে ওই বাড়ির ১৫টি কক্ষ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।

 

 

আরপি/ আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top