রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


করোনায় মৃত্যু, তদন্তে বের হলো খুন


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২১ ১৬:৪৪

আপডেট:
১৩ মে ২০২৫ ০৫:৫১

সুমি আক্তার।

চৌদ্দ বছরের কুলছুম আক্তার। বাবা মারা যাওয়ার পর থেকে কাজ করতেন চাচার বাসায়। গত বছরের জুলাইয়ের ৩ তারিখ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলে থানায় জানায় কুলছুমের চাচী সুমি আক্তার। পরে পুলিশের তদন্তে বের হয়ে আসে কুলছুমের মৃত্যুর আসল রহস্য। করোনায় নয়, খুন করা হয়েছিলো কুলছুমকে।

চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় ঘটে এ চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় গ্রেফতার করা হয় চাচী সুমি আক্তারকে।

পুলিশ জানায়, ঘটনার পর থানায় এসে সুমি আক্তার জানায় কুলছুম করোনায় আক্রান্ত হয়ে মারা যায়। পরে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়। তবে মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ময়না তদন্তের রিপোর্টে বলা হয়, কুলছুমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে কুলছুমের চাচীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি খুনের বিষয়টি স্বীকার করে।

মূলত, মেয়ের সাথে ঝগড়া করায় কুলছুমকে গলাটিপে হত্যা করে চাচী সুমি আক্তার বলে জানান থানার ওসি মো. জহির হোসেন। এ ঘটনায় সুমি আক্তারকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

 

আরপি / আইএইচ



আপনার মূল্যবান মতামত দিন:

Top