রাজশাহী রবিবার, ১৭ই আগস্ট ২০২৫, ২রা ভাদ্র ১৪৩২


ও পজিটিভের পরিবর্তে এবি পজিটিভ রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু!


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ১৫:৩৯

আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ০৫:০৪

ছবি: সংগৃহীত

গাইবান্ধায় সিজারিয়ান অপারেশনের পর অতিরিক্ত রক্তক্ষরণে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে স্বজনরা জানিয়েছেন, ও পজিটিভের পরিবর্তে এবি পজিটিভ রক্ত দেওয়ায় প্রসূতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর স্বজনরা চিকিৎসকদের ওপর চড়াও হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রসূতির স্বজনরা জানান, সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া গ্রামের শাহিন মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী মিম আকতারকে (২৫) সোমবার গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে তার সিজারিয়ান অপারেশন হয়। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের রোগীর জন্য এবি পজিটিভ গ্রুপের রক্ত আনতে বললে নিয়ে আসেন। দুই ব্যাগ এবি পজিটিভ রক্ত দেওয়ার পর রোগী মারা যান।

পরে স্বজনরা বিভিন্ন ক্লিনিক থেকে করা পরীক্ষার রিপোর্টে দেখেন রোগীর রক্তের গ্রুপ ও পজিটিভ। এ সময় রোগীর স্বজনরা বিক্ষোভ শুরু করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ওপর চড়াও হন।

হাসপাতালের কর্তব্যরত গাইনি চিকিৎসক তাহেরা আক্তার মনি বলেন, অতিরিক্ত রক্তরক্ষণে প্রসূতির মৃত্যু হয়েছে। হাসপাতালের প্যাথলজিতে এবি পজিটিভ রক্তের গ্রুপ নিশ্চিত হওয়ার পর রোগীর শরীরে রক্ত দেওয়া হয়েছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়নি। এছাড়া অন্য হাসপাতালে রক্ত পরীক্ষায় রক্তের গ্রুপ ও পজিটিভ এসেছিল কিনা তা আমার জানা নেই।

গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি ওই নারীর স্বজনরা। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরপি / এমবি-৪



আপনার মূল্যবান মতামত দিন:

Top