রাজশাহী মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২


ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড


প্রকাশিত:
১২ আগস্ট ২০২১ ১৫:১৩

আপডেট:
১২ আগস্ট ২০২৫ ১১:১২

এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ি এলাকায় প্রথমে টিনশেডের তৈরি একটি ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই পাশের আরও পাঁচটি ঝুট গুদামে আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে টিনশেডের ঝুট গুদাম এবং ঝুট পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

আরপি/আআ



আপনার মূল্যবান মতামত দিন:

Top