রাজশাহী সোমবার, ১২ই মে ২০২৫, ৩০শে বৈশাখ ১৪৩২


ঘোড়াঘাটে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভসদের কর্মবিরতি ও মানববন্ধন


প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২১ ২৩:৫৩

আপডেট:
১২ মে ২০২৫ ২২:১৮

ছবি: মানববন্ধন

দিনাজপুরের ঘোড়াঘাটে কর্মবিরতি ও প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন পালন করেছেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) ঘোড়াঘাট উপজেলা  শাখা।

"অধিকার আদায়ে, আমরা সবাই এক সাথে" প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১ টায় সংগঠনটির সভাপতি আব্দুল্লাহ আল কাফীর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের সামনে থেকে উপজেলার বিভিন্ন সড়কে র‌্যালী প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে সাধারণ সম্পাদক ইফতারুল ইসলামের সঞ্চালনায় সমাবেশ ও ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরী সুনির্দিষ্ট নীতিমালা সহ ৫ দফা দাবী আদায়ে মানববন্ধন পালিত হয়।

এ সময় ফারিয়া ঘোড়াঘাট শাখার সিনিয়র সহ-সভাপতি রাসেল আহম্মেদ সরকারি নতুন বেতন স্কেলে ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি/এডি/এ সহ অন্যান্য ভাতাদি প্রদান, চাকুরীর নিশ্চয়তা ও নিরাপত্তা বিধান সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, সরকার কর্তৃক ফারিয়ার স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটি সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান সহ ৫ দফা দাবী উত্থাপন করেন।

এ সময় ঘোড়াঘাট উপজেলার সকল ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ ও ঘোড়াঘাট ফারিয়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

আরপি/এসআর-১১



আপনার মূল্যবান মতামত দিন:

Top