রাজশাহী মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নিখোঁজের পর কবরে মিললো স্কুলছাত্রের লাশ


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:১১

আপডেট:
১৩ মে ২০২৫ ০৭:১৭

ফাইল ছবি

চুয়াডাঙ্গায় নিখোঁজের ২৬ দিন পর আবু হুরায়রা (৮) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ওই স্কুলছাত্রের নিজ এলাকা তালতলা গ্রামের কবরস্থানের একটি কবর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

প্রতিবেশী আব্দুল মোমিন নামের এক রাজমিস্ত্রির স্বীকারোক্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে। আবু হুরায়রা তালতলা গ্রামের আব্দুল বারেকের একমাত্র ছেলে। সে চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, গত ১৯ জানুয়ারি নিজ গ্রামে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে গিয়ে নিখোঁজ হয় আবু হুরায়রা। নিখোঁজের পর থেকেই অভিযান শুরু করে পুলিশ। এক পর্যায়ে একটি মোবাইল থেকে স্কুলছাত্রের পরিবারের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি আরও জানান, এরপর তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে আটক করা হয় প্রতিবেশী আব্দুল মোমিনকে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়। রাতেই লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

 

 

আরপি/এসআর-০৫



আপনার মূল্যবান মতামত দিন:

Top